Ruposhi Bangla Entertainment Network
Ruposhi Bangla Entertainment. If anyone wants to know the Bengali synonym of ‘entertainment’ we would say ‘relaxation’ without blinking an eye. It’s not a wrong word. But the exact meaning of the word ‘entertainment’ is much more than that. It means not only pleasures but also satisfactory. Ruposhi Bangla also assures quality and never compromise with it.
Enjoyment is the main goal and Ruposhi Bangla Entertainment Network is bound to this responsibility. From this perspective, with the promise of conveying the culture, beauty and color of Bengal to the immigrants and the people of different cultures, Shah J Chowdhury created the online news paper ‘Ruposhi Bangla’ in 2016.
The Third Eye Production has forwarded Ruposhi Bangla one more step. The Third Eye Production basically works for event management. The Third Eye Production used to organize photographs, videos, various social events as well as marriage planning. As a result, it became one of the complementary collaborators of Ruposhi Bangla.
Shah J Chowdhury thought that, there is only one life. According to life, we divide the stages into different parts as academic life, career, married life etc. Life seems to be successful only when these different parts can be combined. Two things are essential for success. One of them is economic certainty, not prosperity. The other one is, complacency. In most cases, economic ‘certainty’ is considered as ‘prosperity’ and ‘complacency’ is neglected in the pursuit of money. Then the person becomes an unhappy instrument.
This thought stung Shah J Chowdhury, the editor of Ruposhi Bangla, very much. He is not willing to study Bengali literature and become a History teacher. He is not satisfied with a meteorological office job with biology degree for a hefty salary. To enjoy life in a way that is traditionally full of comfort and ease, one has to connect the original life with the small parts of it to get the complacency.
The thirst of soul which was developed from the urge of complacency, did not stop, increased even more. There are many Bengali speaking people in America, but not all of them. There are people of different races and languages and ofcourse, the Americans. To reach all of them the language needs to be international. This idea encouraged to form the English magazine Hindustan Surakhiya.
But no, not yet satiated. Not everything is said by arranging the letters. There are much more than this as speeches, attitudes. Moreover, technology has it’s own world. Bangla channel was formed with a bunch of dreams. In the beginning, ‘Bangla Channel’ took the oath of truth with Bengali culture, stood behind the audience with some vivid staffs, who are fully aware of your information rights.
But till then the media is totally online based. But the fundamental principle is writing. So, Shah J Chowdhury took a new scheme to work under the patronage of the publishing industry. As well as to sponsor and contribute to the publishing industry Shah J Chowdhury assembled Anuswar Publications. All kinds of books on literature and politics, newspapers and magazines will be published from here.
amenableness is a huge responsibility. Especially those who are living in exile, a strange illusion for the country is piercing them secretly. According to UNICEF, 45% of the total population of Bangladesh are children. More than 30 million of them are living below the poverty level. Children are the future of a country. Children are the propulsion of the country. Responsibility has been the driving force behind the idea of the Street Children Foundation. The name of the organization informs about it’s proceeding circumstances. This non-profit organization is working for those 30 million poor children.
Building one institution after another is useless unless it has a strong economic base. There are so many goals and plans and building institutions for it’s implementation, but if the economic supply is not uninterrupted and strong, inevitably the taken strategy will be hampered. The Shah Group has been formed to counter the possibility of this obstruction. President of Shah Foundation and Ruposhi Bangla Entertainment Network Shah J. Chowdhury, is working tirelessly to resolve all the issues.
রূপসী বাংলা এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক
কেউ ‘এন্টারটেইনমেন্ট’ শব্দটির বাংলা প্রতিশব্দ জানতে চাইলে আমরা একটুও না ভেবে ‘বিনোদন’ শব্দটি বলে দিই। আমরা অবশ্যই ভুল বলি না। কিন্তু প্রকৃতপক্ষে বাংলা বিনোদন শব্দটির চাইতে ইংরেজি ‘এন্টারটেইনমেন্ট’ শব্দটির অর্থ আরেকটু ব্যাপক। এন্টারটেইনমেন্ট মানে শুধুই আনন্দ দান নয়, গ্র্যাফিটিকেশন বা পরিতৃপ্তিও বটে। মানে হলো, কেউ আপনাকে বিনোদিত করার নামে এমন সব উপাদান আপনার সামনে পরিবেশন করল যার গুণগত মান এতই নিচু স্তরে যে, উপভোগের বদলে আপনার বিরক্তির উদ্রেক করল। এটিকে আমরা ‘এন্টারটেইনমেন্ট’ বা বিনোদন হিসেবে আখ্যায়িত করতে প্রস্তুত নই।
তাহলে দেখা যাচ্ছে এখানে ‘উপভোগ্য’ বিষয়টা গুরুত্বপূর্ণ। এবং এই উপভোগটাই বাংলা এন্টারটেইনমেন্টের দায়বদ্ধতা। এই দায়বদ্ধতা থেকেই আমেরিকায় বাংলাদেশের অভিবাসীদের সঙ্গে সঙ্গে বিভিন্ন সংস্কৃতির মানুষদের কাছেও বাংলার রূপ, রস, গন্ধ, সৌন্দর্য, সংস্কৃতি, স্বাদ, এবং রঙ পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি নিয়ে ২০১৮ সালে সম্পাদক শাহ জে. চৌধুরী গড়ে তুললেন রূপসী বাংলা পত্রিকাটি।
শাহ জে চৌধুরী ভাবলেন মানুষের জীবন তো একটাই। কিন্তু সে জীবনকে জীবনের প্রয়োজনে আবার ছোট ছোট অংশে ভাগ করে নিই আমরা। যেমন শিক্ষাজীবন, কর্মজীবন, বিবাহিত জীবন ইত্যাদি। এসব ছোট ছোট ভাগ যখন নিজের প্রান্ত শেষে পরের অংশে গিয়ে সংযোজিত হতে পারে তখনই জীবন সফল মনে হয়। এ সফলতা দুটা বিষয় দাবী করে। একটা অর্থনৈতিক নিশ্চয়তা, অর্থনৈতিক সমৃদ্ধি নয়। অপরটা আত্মতৃপ্তি। বেশীরভাগ ক্ষেত্রেই দেখা যায় অর্থনৈতিক ‘নিশ্চয়তা’কে ‘সমৃদ্ধি’ ভেবে অর্থর পেছনে ছুটতে ছুটতে ‘আত্মতৃপ্তি’ উপেক্ষিত হয়ে যায়। তখন সে মানুষটি অসুখি যন্ত্রবিশেষ হয়ে ওঠেন।
ওপরের ও ভাবনাটি রূপসী বাংলা সম্পাদক শাহ্ জে চৌধুরীকে খুব নাড়া দিত। বাংলা সাহিত্য পড়ে ইতিহাসের শিক্ষক হতে তিনি রাজি নন। জীববিজ্ঞানের ডিগ্রি নিয়ে মোটা বেতনে আবহাওয়া অফিসে চাকরি পেলেই তিনি সন্তুষ্ট নন। প্রথাগতভাবে সমৃদ্ধির সঙ্গে আয়েশ জুড়ে দিয়ে জীবনকে উপভোগ করতে তৈরি তার জীবনের ছোট ছোট অংশগুলোর সঙ্গে মূল জীবনের সঙ্গে সংযোগ থাকতে হবে। থাকতে হবে আত্মতৃপ্তি।
ওই আত্মতৃপ্তির তাগিদ থেকেই গড়ে উঠলেও আত্মার তৃষ্ণা সেখানেই থেমে থাকল না। তৃষ্ণা আরও গভীর হলো। গড়ে উঠল ইংরেজি পত্রিকা ‘হিন্দুস্তান সুরখিয়া।’ কিন্তু না, তৃপ্ত নয় এ মন। শুধু বর্ণমালায় যেন বলা হয়ে ওঠে না সবটা। বলবার আরও অনেক কিছু আছে, আছে ভঙ্গী। গড়ে উঠল ‘বাংলা চ্যানেল।’ ‘বাংলা চ্যানেল’ অনাড়ম্বরে স্বল্প আলোতে সত্যটা নিয়ে, সুন্দরের হাত ধরে, বাংলার সংস্কৃতি পাথেয় করে এসে দাঁড়িয়েছে দর্শকের বসার ঘরের দরজায়। সঙ্গে আছে প্রাণবন্ত এক কর্মীবাহিনী, যারা আপনার তথ্য অধিকার সম্পর্কে পুরোপুরি সচেতন।